মাহি বলেন, আমি বিবাহিত তাই পারিবারিক দায়িত্ব বেড়েছে। দেবরের বিয়ে নিয়ে ব্যস্ত ছিলেন মাহিয়া মাহি। রমজানেও ছিল পারিবারিক ব্যস্ততা। সব মিলিয়ে রোজার আগে থেকেই শুটিং থেকে বিরতি নেন তিনি।
মাহি বলেন, দেবরের বিয়েতে সবকিছু আমাকেই সামলাতে হয়েছে। তা ছাড়া রোজায়ও অনেক দায়িত্ব ছিল। তাই শুটিং থেকে ছুটি নিয়েছিলাম। এখন দেবরের বিয়ে, রোজা ঈদ সব শেষে আবারও অভিনয়ে ফিরছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
Read More News
ছবির পরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা ছবির শুটিং শুরু করব। এই ছবির মূল ভূমিকায় অভিনয় করছেন নায়িকা মাহিয়া মাহি। তাঁর বিপরীতে আমরা কলকাতার কোনো একজন অভিনেতাকে নেওয়ার চিন্তা করেছি। কিন্তু এখনো বিষয়টি চূড়ান্ত নয়। ঢাকাতেই ছবির বেশিরভাগ শুটিং করব। গানের শুটিং দেশের বাইরে করার কথা রয়েছে।’
আবুল কালাম আজাদ পরিচালিত ‘ও মাই লাভ’ ছবির মাধ্যমে প্রায় দুই মাস পরে শুটিংয়ে ফিরছেন নায়িকা মাহিয়া মাহি। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন কলকাতার এক অভিনেতা। আগামী ৯ তারিখ থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ছবিটি প্রযোজনা করছেন মোহাম্মদ হিমেল।
Sildenafilgenerictab News Bangla News Paper