৪০ বছরেও জার্মানিকে হারাতে পারেনি সুইডেন। সেই সুইডেন হুমকি দিল জার্মানদের স্বপ্ন কেড়ে নেওয়ার। শেষ পর্যন্ত পারেনি সুইডেন, জার্মানরাই জিতেছে। ২-১ ব্যবধানে জিতে তারা প্রমাণ করেছে জার্মানরা হার মানে না!
Read More News
ম্যাচের ৯৪ মিনিটে সুইডেনের ডি বক্সের সামান্য বাইরে থেকে ফ্রি কিক পায় জার্মানি। ফ্রি কিক নিতে এসে ক্রুস হালকা পাস দেন ম্যাচের প্রথম গোলস্কোরার রিউসের পায়ে। রিউস আবার হালকা পাস দেন টনি ক্রুসের পায়ে। শেষ বাঁশি বাজার ঠিক ৫ সেকেন্ড আগে দুর্দান্ত বাঁকানো শটে গোল করে জার্মানিকে নিশ্চিত ড্র থেকে বাঁচিয়ে দিলেন রিয়াল তারকা ক্রুস। ২-১ গোলের জয়ে শেষ ষোল’র স্বপ্ন উজ্জ্বল হলো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের।