শরীয়তপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলামসহ ছয়জন পদ্মা নদীতে স্পিডবোট ডুবে আহত হয়েছেন। সোমবার (১১ জুন) সকাল ৯টায় নদীর মঙ্গল মাঝির ঘাট সংলগ্ন পাইনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় রফিকুল ইসলামকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শরীয়তপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম ছাড়াও আরেকজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মেয়রের শ্যালক রাসেল।
Read More News
সকালে শরীয়তপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়ালসহ ২০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট মাওয়া থেকে মঙ্গল মাঝির ঘাটে উদ্দেশে রওনা দেয়। এ সময় মঙ্গল মাঝির ঘাট সংলগ্ন পাইনপাড়া এলাকায় স্পিডবোটটি মোড় নিলে ড্রেজারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। পরে স্থানীয়রা ডুবে যাওয়া স্পিডবোটের যাত্রীদের উদ্ধার করে।