বরাবরই খোলামেলা পোশাকে চলতে পছন্দ করেন কারিনা কাপুর। কিন্তু বিয়ে-সন্তান হবার পরও এমন খোলামেলা পোশাক পরায় সমালোচনার মুখে পড়েছেন কারিনা।
এই মুহূর্তে ‘ভীরে দি ওয়েডিং’ সিনেমার সাফল্যে তিনি। এই ছবির প্রচারণায় কোনো কমতি রাখেননি কারিনা ও সিনেমার পুরো টিম। কারিনা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন সোনম কাপুর, স্বরা ভাস্কর এবং শিখা তালসানিয়া।
Read More News
এই সিনেমার মিউজিক লঞ্চে একটি কালো পোশাক পরেছিলেন কারিনা। সেটা দেখে অনেকে মন্তব্য করেছেন, মা হওয়ার পরও এতো খোলামেলা ও আবেদনময়ী পোশাক পরার কী দরকার।
এ প্রসঙ্গে কারিনা মিড ডেতে বলেন, ‘আমাকে যে পোশাকে দেখতে ভালো লাগছে, এমন পোশাক পরাই তো উচিত। মায়ের মতো দেখতে কোন পোশাক, সেটা আমি জানি না। আমার মাও আধুনিক পোশাক পরেন। জিনস-টপে মাকে দারুণ লাগে। আমার শাশুড়িকেও জিনস-টি শার্টে দারুণ মানায়। আমার তো মনে হয় না, মা বলে আমি ছোট পোশাক পরতে পারব না। মনের জোর, সাহস আর চেহারার সঙ্গে মানানসই হলে সব রকম পোশাক পরা যায়।’