২ বছরের মেয়েকে হাত ব্যাগে ভরে এক নারী যাত্রী তুরস্কের রাজধানী ইস্তাম্বুল থেকে প্যারিস নিয়ে এসেছিলেন। এয়ার ফ্রান্সের ফ্লাইট এএফ ১৮৯১- এর কর্মীরা বিষয়টি টের পেয়ে পুলিশকে জানালে তাকে আটক করা হয়।
যদিও তার বিরুদ্ধে কোন অভিযোগ আনেনি পুলিশ। গত ৭ মার্চ রাতে এই ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপি প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরের কর্মকর্তাদের বারত দিয়ে জানায়, ওই নারী প্যারিসের বাসিন্দা। তিনি শিশুটিকে হাইতি থেকে দত্তক নিয়েছেন। কিন্তু দত্তকের পুরো প্রক্রিয়া এখনো শেষ হয়নি।
ফলে ইস্তাম্বুলে শিশুটিকে নিয়ে বিমানে উঠতে বাধা দেয় সেদেশের কর্তৃপক্ষ। এরপর তিনি আরেকটি টিকেট কেনেন, কিন্তু শিশুটিকে তার হাতব্যাগের ভেতর লুকিয়ে বিমানে উঠে পড়েন।
Read More News
বিমানে ওঠার পর, ব্যাগ থেকে বের করে, শিশুটিকে একটি কম্বলের মধ্যে মুড়িয়ে তার পায়ের কাছে লুকিয়ে রাখেন। কিন্তু একটু পরে শিশুটির বাথরুমে যাবার দরকার হলে অন্য যাত্রীরা টের পেয়ে যায়।
Sildenafilgenerictab News Bangla News Paper