মঙ্গলবার দুপুরে মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকার কয়েকটি বস্তিতে অভিযান শেষে ওয়াহিদুল ইসলাম বলেন, অভিযানের সময় প্রতিটা বস্তিতে দৃশ্যমান যে, মাদক ব্যবসায়ীরা পালিয়েছে। বস্তির ভেতরে এয়ার কন্ডিশনার বাসা, টিভি- ফ্রিজসহ বাসার যে অবস্থা, তাতে পরিস্কার তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
বস্তিতে একটি বিলাসবহুল ঘর রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালাই, সেই বাসাটি তালা দেওয়া পাওয়া গেছে। আমরা তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে কাউকে পাইনি, তারা এসি, টিভি, ফ্রিজ রেখেই পালিয়েছে।
Read More News
মোহাম্মদপুর এলাকার অন্যতম মাদক স্পট জেনেভা ক্যাম্পে আমাদের নজরদারী রয়েছে। শুধু জেনেভা ক্যাম্প নয়, দেশজুড়ে মাদকের পুরো মাঠই পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ নিয়ন্ত্রণ পরিস্থিতি বজায় থাকবে।
বেলা ১২টা থেকে মোহাম্মদপুর এলাকার শিয়া মসজিদ, বাঁশ বাড়ি, মন্দিরের গলি, বালুর মাঠ এলাকায় পাঁচটি বস্তিতে অভিযান চালানো হয়। অভিযানে থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ, কাউন্টার টেররিজম ইউনিটের সদস্য এবং ডগ স্কোয়াড অংশ নেয়।