কমলাপুর রেলস্টেশনে মঙ্গলবার দেয়া হয় ২৭ হাজার ৪ শ ৬১ টি টিকেট। এছাড়াও আগামী কাল বুধবার ৬ জুন দেয়া হবে ১৫ তারিখের অগ্রিম টিকেট।
সবাই যখন ১০-১১ ঘণ্টা দাঁড়িয়ে টিকেট পাওয়ার শঙ্কায় তখন পোশাকধারী পুলিশ সদস্যদের অনৈতিকভাবে টিকেট সংগ্রহ করতে দেখা যায়। এসময় ক্ষুদ্ধ হয়েছে ওঠেন আশেপাশের টিকেট প্রত্যাশীরা।
Read More News
একজন নারী পুলিশ কর্মকর্তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, আমরাও সকাল থেকে লাইনে দাঁড়িয়ে টিকেট নিয়েছি।
আরেকজন পুরুষ কর্মকর্তা জানান, পরিবার বাড়িতে যাবে তাই টিকেট নিয়েছি, কিন্তু ৪টার বেশি নেয়নি।
পঞ্চম দিনের মতো কমলাপুর রেলস্টেশনে ২৬টি কাউন্টারে একযোগে চলছে ঈদের ১৪ জুনের ট্রেনের আগাম টিকেট বিক্রি। গতকাল সোমবার (৪ জুন) সন্ধ্যা থেকে হাজার হাজার মানুষ ভিড় করে আছেন স্টেশনে।
নির্ধারিত আসনের চেয়ে আজ মঙ্গলবার কয়েকগুণ বেশি যাত্রী বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ। রয়েছে অব্যবস্থাপনা আর দালালের দৌরাত্মের অভিযোগও।