গতকাল শুক্রবার রমনায় পুলিশ কনভেনশন হলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতার মাহফিলে ছিল তারকা শিল্পীদের মিলনমেলা।
শিল্পী সমিতির এই ইফতার পার্টিতে দাওয়াত না পাওয়ার অভিযোগ করেছেন চিত্রনায়ক ওমর সানী।বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
ওমর সানী বলেন, আমি গত নির্বাচনে সভাপতি নির্বাচন করেছিলাম কিন্তু পাস করতে পারিনি। পাস করে সমিতি চালাচ্ছে মিশা। সে আমার অনেক কাছের বন্ধু। অথচ আমি এবং আমার স্ত্রী মৌসুমী আমরা ইফতারের দাওয়াত পাইনি। কেন পাইনি, নির্বাচন করেছিলাম বলে। শিল্পী হিসেবে এমন আয়োজনগুলোতে থাকাটা আমি অধিকার বলে মনে করি। তাই ক্ষোভ প্রকাশ করছি।
Read More News
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কবরী, শাবনূর, পূর্ণিমা, সুচন্দা, আলমগীর, অঞ্জনা, রোজিনা, ফেরদৌস, মিশা সওদাগর, জায়েদ খান, আমিন খান, ইমন, মিষ্টি জান্নাত, নিঝুম রুবিনা, পুষ্পিতা পপি, কায়েস আরজু, শান প্রমুখ।
ইফতার মাহফিল প্রসঙ্গে কবরী বলেন, ‘এখন অনেক কাজে আমাকে ব্যস্ত থাকতে হয়। তারপরও চলচ্চিত্রের যেকোনো অনুষ্ঠানে আসতে চেষ্টা করি। কিন্তু এই শিল্পীসমিতির ইফতার মাহফিলে আসার লোভ সামলাতে পারিনি। এখানে এসে অনেকের সাথে দেখা হয়েছে। মনের মধ্যে শান্তি পেয়েছি। আমার কাছে মনে হয়েছে, অনেক দিন পর নিজের পরিবারে ফিরলাম।’
নায়ক আলমগীর বলেন,‘আমি তো একটু আরাম প্রিয় মানুষ। শুক্রবার বিশ্রাম করতে ভালোবাসি। এখানে না এলে অনেক বড় মিস হয়ে যেত। আয়োজন অনেক ভালো ছিল। ধন্যবাদ বর্তমান কমিটিকে। তারা অনেক কিছুই ভালো করার চেষ্টা করছে।’
শাবনূর বলেন,‘আমি তো চান্স পেলেই বাইরে ঘুরতে বের হই। আর শিল্পী সমিতির ইফতারে তো আসবই। এখানে সবার সাথে সময় কাটিযে অনেক ভালো লেগেছে। কারণ একটা সময় ছিল যখন প্রতিদিন এই মানুষগুলোর সাথে সময় কাটত। দেশে থাকলে আমি এমন কোনো অনুষ্ঠান মিস করতে চাই না।’
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতার মাহফিলে তারকা শিল্পীরা ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক, প্রযোজক, কলাকুশলী,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পুলিশের সাবেক আইজি এ কে এম শহীদুল হক।