‘র্যাম্বো’ ছবির হিন্দি রিমেকে হৃতিক রোশনকে দেখা যেতে পারে ।তিনি অভিনয় করতে পারেনসিলভেস্টার স্ট্যালোনের চরিত্রে । ছবি পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ। তিনি এক সাক্ষাতকারে জানিয়েছেন ‘হৃতিক সবসময় আমার প্রথম পছন্দ।
Read More News
তবে ছবির ব্যাপারে এখনও কিছু ঠিক করিনি। হৃতিকের বদলে নতুন কেউও থাকতে পারেন মূল চরিত্রে। যদিও শোনা যাচ্ছে, এই চরিত্রের জন্য আলাদাভাবে প্রস্তুতি নিচ্ছেন হৃতিক। এর আগে ‘ব্যাং ব্যাং’ ছবিতে সিদ্ধার্থ-হৃতিক একসঙ্গে কাজ করেছিলেন।
Sildenafilgenerictab News Bangla News Paper