মেহের আফরোজ শাওন ছোটবেলা থেকেই বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে প্রশংসিত হয়েছেন। তবে বরেণ্য সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী হিসেবে আলাদাভাবে সবাই তাকে চেনেন।
এবার নতুন গান নিয়ে হাজির হচ্ছেন মেহের আফরোজ শাওন। ‘ইলশে গুড়ি’ নামের গানটি শিগগিরই প্রকাশ হবে। শাওন বলেন, ‘প্রিয় গীতিকবি জুলফিকার রাসেল ভাই তার লেখা একটা গান পাঠালেন গাইবার জন্য। এর আগে দুই- একবার ইনবক্সে গান বিষয়ক মেসেজ চালাচালি হলেও শেষ পর্যন্ত কর্ম সম্পাদন হয়ে উঠে নাই।’
Read More News
তিনি আরও বলেন, ‘এবার ই-মেইলে গানটি পাওয়া মাত্র শুনে ফেললাম। কি আশ্চর্য! মনে হলো আমার মনের কথাগুলো গান হয়ে আমার কানে বাজছে। ‘বৃষ্টি আমার ভীষণ প্রিয়/ কেন ছোঁয়া মানা?’ এক মুহূর্ত দেরী না করে গান রেকর্ডিংয়ের তারিখ ঠিক করে ফেললাম।’
বিস্ময়ের সাথে জানতে পারলাম, সুরকারের নাম নচিকেতা চক্রবর্তী। অবশেষে টুনাই দেবাশীষ গাঙ্গুলির সঙ্গীতায়োজনে গানটা গেয়ে ফেললাম। আশা করছি, ভিডিওচিত্রসহ খুব শিগগিরই গানটা প্রকাশ করা হবে।
Sildenafilgenerictab News Bangla News Paper