সাকিব-মাশরাফি বিশ্বকাপের আগে রাজনীতিতে জড়াবে না

আজ বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৭ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসংবর্ধণা দেওয়া হবে।

৭ জুন ছয় দফা দিবস পালন করবে আওয়ামী লীগ। ২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন উদ্বোধন করা হবে বঙ্গবন্ধু এভিনিউয়ে ১০ তলা বিশিষ্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। আর ৭ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসংবর্ধনা দেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, সাকিব আল হাসান তাঁকে জানিয়েছেন ২০১৯-এর বিশ্বকাপ ক্রিকেটের আগে রাজনীতিতে জড়াতে চান না তাঁরা।
Read More News

ওবায়দুল কাদের বলেন, ‘সামনের নির্বাচনে কিছু চমক আসতে পারে প্রার্থী মনোনয়নে। তো সেটা এখনো চূড়ান্ত রূপ নেয়নি। এটা এখন বলব না। আলাপ-আলোচনা চলছে। সাকিব আল হাসান আর মাশরাফি মর্তুজা এদের ব্যাপারে আমরা কোনো মন্তব্য এই মুহূর্তে করতে চাই না এবং আমার সাকিবের সঙ্গে কথা হয়েছে। বিশ্বকাপের আগে নির্বাচন নিয়ে রাজনীতি নিয়ে কোনো ভাবনা-চিন্তা তাদের নেই।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *