রোহিঙ্গা শিশুদের ইংরেজিতে গণনা শিখিয়েছেন প্রিয়াঙ্কা

উখিয়ার কুতুপালংয়ে প্রায় ঘন্টাব্যাপী রোহিঙ্গা শিশুদের আদর ও তাদের সঙ্গে কথা বলে সময় পার করলেন ইউনিসেফের শুভেচ্ছাদূত ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এসময় তিনি শিশুদের শারিরিক অবস্থার খোঁজ খবর নেন। বিশেষ করে ক্যাম্প ভিত্তিক গড়ে উঠা ইউনিসেফ কর্তৃক বিভিন্ন সাইল্ড কেয়ার (শিশু বান্ধব) কেন্দ্রগুলো গুরুত্ব সহকারে প্রত্যক্ষ করে সেখানে বেড়ে উঠা শিশু ও কিশোর-কিশোরীদের মানসিক, শারিরিক, শিক্ষা, স্বাস্থ্য সম্পর্কে ধারণা নেন।

রোহিঙ্গা নারীদের মুখে মিয়ানমার সেনা বাহিনীর নির্যাতন ও লোমহর্ষক ঘটনার বর্ণনা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেসব ঘটনা শুনে দুঃখ প্রকাশ করেন প্রিয়াঙ্কা চোপড়া।
Read More News

বুধবার বালুখালী ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা নারীদের কাছে প্রিয়াঙ্কা চোপড়া মিয়ানমারে সামরিক জান্তা কর্তৃক নির্যাতনের কথা জানতে চাইলে রোহিঙ্গা গৃহবধূ সেতারা জানান, মিয়ানমারে মগরা তাদেরকে সীমাহীন নির্যাতন চালিয়েছে। তাদের ভয়ে কিশোরী-যুবতীদের ঘর থেকে উঠানে বের হওয়া নিষেধ ছিল। ঘরের ভেতর প্রাকৃতিক কাজ সেরে নিত মেয়েরা। পাহারা দিয়ে মেয়ে মানুষদের রাতের বেলায় টিউবওয়েলে গোসল করানো হতো। মিয়ানমার সেনা সদস্য ও রাখাইনরা চোখের সামনে মা, বোনকে ধর্ষণ করেছে। এ জন্য তারা সপরিবারে এখানে পালিয়ে এসেছে।

গত দুদিনের মতো বুধবারও রোহিঙ্গা শিশুদের সঙ্গে গল্প, হাসি আর খুনসুটিতে মেতে উঠেন সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা। জামতলী ক্যাম্পে রোহিঙ্গা শিশুদের সঙ্গে রেলগাড়ি সেজেছেন, নাচ করেছেন, গান গেয়েছেন। আবার শিশুদের ১ থেকে ১০ পর্যন্ত ইংরেজিতে গণনা শিখিয়েছেন।

কক্সবাজার সফরের তৃতীয় দিন বুধবার সকালে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান বলিউড অভিনেত্রী ও ইউনিসেফের শুভেচ্ছা দূত প্রিয়াঙ্কা চোপড়া। সকাল সাড়ে ১০ টায় তাকে নিয়ে সেখানে পৌঁছায় ইউনিসেফের একটি দল। রয়েল টিউলিপ হোটেল থেকে মেরিন ড্রাইভযোগে ইউনিসেফের গাড়িতে করে সকালে জামতলী ক্যাম্পে পৌঁছান তিনি। সেখানে নির্যাতিত শিশু ও কিশোর-কিশোরীদের সঙ্গে কথা বলেন। ক্যাম্প এলাকায় বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে দেখতে হাজার হাজার রোহিঙ্গা ভিড় জমাতে দেখা গেছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন। এরপর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে যান সাবেক বিশ্বসুন্দরী। ওখানে ৪টা পর্যন্ত অবস্থান করে তারপর ফিরে আসেন। তবে মঙ্গলবারের মতো বুধবারও সাংবাদিকের প্রবেশাধিকার দেয়া হয়নি।

বৃহস্পতিবার সকালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার পর কক্সবাজার ত্যাগ করবেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *