ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল থেকে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়ায় বের করে দেয় তিন ছাত্রীকে। কোটা সংস্কারের আন্দোলনের মধ্যে ছাত্রলীগ নেত্রী ইফফাত জাহান এশাকে হেনস্তার ঘটনার তদন্তের পর গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১টার মধ্যে কবি সুফিয়া কামাল হল কর্তৃপক্ষ তিন ছাত্রীকে তাদের স্থানীয় অভিভাবকের কাছে তুলে দেয়।
মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুঘলকি কাণ্ডে দেশজুড়ে আলোচনা সমালোচনার ঝড়। সর্বত্র চলছে তোলপাড়। শিক্ষার্থীরা প্রতিবাদে করেছে বিক্ষোভ। ঢাবির কবি সুফিয়া কামাল হল থেকে রাতের আঁধারে ছাত্রীদের বের করে দেয়ার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন বিশিষ্টজনরাও।
Read More News
বের করে দেয় তিন ছাত্রীকে আবার হলে ফেরত আনা হয়েছে। ছাত্রীদের দুজন এসেছে গতকাল দুপুরে এবং একজন এসেছে বিকালে। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বের করে দেয়া ছাত্রীদের তিনজনকেই হলে ফেরত আনা হয়েছে। তাদের দুই জন গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃহল ফুটবল প্রতিযোগিতায় সুফিয়া কামাল হলের হয়ে অংশ নিয়েছে।
উল্লেখ্য, কোটা সংস্কারের আন্দোলনের মধ্যে ছাত্রলীগ নেত্রী ইফফাত জাহান এশাকে হেনস্তার ঘটনার তদন্তের পর গত বৃহস্পতিবার রাত ১০ টা থেকে ১ টার মধ্যে কবি সুফিয়া কামাল হল কর্তৃপক্ষ তিন ছাত্রীকে তাদের স্থানীয় অভিভাবকের কাছে তুলে দেয়।