‘অধরা’ একাধিক ছবিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। কিন্তু ‘অধরার’ কোন ছবি এখনও মুক্তি পায়নি।
সম্প্রতি অধরা ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত নতুন ছবি ‘ড্রিম গার্লে’ নাম ভূমিকায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। শাহিন সুমন পরিচালিত ‘পাগলের মতো ভালোবাসি’ ছবি দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন অধরা।
পরিচালক ইস্পাহানি আরিফ জাহান বলেন, “আমি এখন ‘নায়ক’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছি। এই ছবিতে কাজ করছেন নবাগত অধরা খান। সম্প্রতি তিনি আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ‘ড্রিম গার্ল’ শিরোনামে এই ছবির নামভূমিকায় অভিনয় করবেন তিনি।”
Read More News
শাহিন সুমন পরিচালিত ‘পাগলের মতো ভালোবাসি’ ছবির শুটিং এডিটিং শেষ। কিছুদিনের মধ্যে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। একই পরিচালকের ‘মাতাল’ ছবির শুটিং প্রায় শেষ। একটি সিক্যুয়েন্সের অংশ ও একটি গানের অংশ বাকি আছে। টানা তিন দিন শুটিং করলেই শেষ হবে ছবিটি। এ ছাড়া ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ ছবির সিক্যুয়েন্স শুটিং শেষ করেছেন। কিছুদিনের মধ্যে গানের শুটিং করার কথা রয়েছে। সাজ্জাদ খান পরিচালিত ‘মনের শহর’ ও অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘রোহিঙ্গা’ ছবিতে চুক্তিবদ্ধ হলেও পরে ছবিগুলো থেকে সরে দাঁড়ান অধরা।