দ্বিতীয় দিনের মতো উত্তাল সারাদেশ, শিক্ষার্থীরা রাজপথে

সরকারি চাকরিতে কোট সংস্কারের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল সারাদেশ। সোমবার সকাল থেকে সারাদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।

একই দাবিতে রবিবার গণপদযাত্রা শেষে অবস্থান কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। বিকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন হাজার হাজার শিক্ষার্থী। তাদের সঙ্গে সঙ্গতি রেখে সারাদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী রাজপথে নেমে আসেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে।
Read Our More News
কোট সংস্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের ঢাকা- রাজশাহী মহাসড়কে শিক্ষার্থীদের অবস্থান নেয়।

খুলনা-ঢাকা মহাসড়ক অবরোধ করেন সাধারণ শিক্ষার্থীরা।

একই দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ হাজার হাজার শিক্ষার্থী।

চট্টগ্রামের হালিশহরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়কে অবস্থান।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়কে অবস্থান। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ক্লাস বর্জনে করে মিছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *