ক্যাটরিনা ও দীপিকা সঙ্গে রণবীর কাপুরের প্রেমের খবর কারো অজানা নয়। দীপিকা শত চেষ্টা করেও তাঁদের প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপ নিতে পারেনি। ক্যাটরিনা কাইফের ক্ষেত্রে একই ট্রাজেডি। বলিউডে মহলে গুঞ্জন রয়েছে রণবীর কাপুরের মা নিতু সিং নাকি পছন্দ করেন নি ক্যাটরিনা ও দীপিকাকে। তাই বলে ছেলে তো আর অবিবাহিত রাখলে চলবে না সেটা নিতু সিং-এর চেয়ে কে বা বুঝে। শোনা যাচ্ছে, এবার নাকি রণবীরকে বিয়ের পিঁড়িতে বসাবেন মা নিতু সিং। মেয়েও পছন্দের।
Read More News
সম্প্রতি আলিয়া ভাটের জন্মদিন পালন করতে সুদূর বুলগেরিয়ায় হাজির হয়ে গিয়েছিলেন নীতু। এই ভাট কন্যাকেই নাকি দারুণ পছন্দ নিতু সিংয়ের। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, আলিয়ার সঙ্গে রণবীরের সম্পর্ক বিয়ে পর্যন্ত পৌঁছে যেতেই পারে।