বিয়ে করতে চলেছে সোনম কাপুর ও বন্ধু আনন্দ আহুজার। দীর্ঘদিন ধরে তাদের বিয়ের কথা শোনা গেলেও এবছরই সেটা সম্পন্ন করে ফেলবেন। আর এই বিয়ের অনুষ্ঠান নাকি হতে চলেছে লন্ডনে।
Read More News
সোনম কাপুরের ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছে, ” সোনম ও আনন্দ এই জুনেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। সোনমের আগামী ছবি ‘বীর দি ওয়েডিং’-এর মুক্তির পরেই লন্ডনে এই বিয়ের অনুষ্ঠান হবে।