১ বল হাতে রেখেই ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন রিয়াদ। আর এতেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে যায় বাংলাদেশ।
এমন বীরত্বে আইসিসি তাদের অফিসিয়াল পেজে বিশেষ টুইট করেছে। ওই টুইটে মাহমুদুল্লাহ’র ছক্কা হাঁকানোর দৃশ্যটিও তারা যুক্ত করে দিয়েছে। আর এ টুইট করার প্রথম ঘণ্টাতেই তা ৪৬ হাজার টুইট ব্যবহারকারী এতে লাইক দিয়ে বাংলাদেশকে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, বাংলাদেশের ব্যাটিংয়ে শুরুতে ৩৩ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া বাংলাদেশ দলকে খেলায় ফেরান তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে তারা ৬৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের স্বপ্নও দেখান।
Read More News
শেষ ওভারে বোলিংয়ে এসে প্রথম দুই বল নো করেন ইসুর উদ্যান। কিন্তু ফিল্ড আম্পায়ার নো বলের কল করেননি। যে কারণে প্রতিবাদ করেন বাংলাদেশি ক্রিকেটাররা। আম্পায়ারকে বিষয়টি বলা হলেও তাতে কান দেননি।
আম্পায়ারদের এমন সিদ্ধান্তে মাঠের বাইরে দাঁড়িয়ে থাকা সাকিব আল হাসান, মাঠে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ এবং রুবেল হোসেনকে খেলা ছেড়ে চলে আসতে বলেন। কিন্তু রিয়াদ নিজের উপর আস্থা রেখে ম্যাচ শেষ করতে ফের ব্যাটিং করেন। ১ বল হাতে রেখেই ছক্কা মেরে দলেকে এনে দেন সেই কাঙ্ক্ষিত জয়।
Sildenafilgenerictab News Bangla News Paper