বিমান দুর্ঘটনায় নিহত ৪৯জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
আগামী মঙ্গলবার থেকে লাশ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।
Read More News
চিকিৎসক দলের প্রতিনিধি ডা. সোহেল মাহমুদ জানান, আহতদের মধ্যে তিনজন দেশে এবং একজন বিদেশে চিকিৎসা নিতে চান। গাজীপুর থেকে একই পরিবারের ৫জন নেপালে এসেছিলেন বেড়াতে। তবে ফিরছেন ৩ জন। মেহেদী হাসান স্বর্না ও শ্যালিকা অ্যানিকে উদ্ধার করতে পারলেও বিমান দুর্ঘটনায় প্রাণ হারান অ্যানির স্বামী প্রিয়ক এবং শিশু কন্যা প্রিয়ন্ময়ী।
রাষ্ট্রদূত জানালেন রোববারের মধ্যে আরো ৩জনকে দেশে পাঠানো হবে। আর শনাক্ত হওয়া মৃতদেহ পাঠানো হবে মঙ্গলবার।
নিহত বাংলাদেশিদের মধ্যে বিলকিস আরা ও পিয়াস রায় এর মৃতদেহের দাবি নিয়ে ঢাকা বা কাঠমাণ্ডুতে কেউ যোগাযোগ করেননি এখনও। স্বজনদের শিগগিরই যোগাযোগের পরামর্শ দিয়েছে দূতাবাস।