চিত্রনায়িকা ববি অভিনীত ‘বিজলী’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামি ১৩ এপ্রিল।
ছবির পরিচালক ইফতেখার চৌধুরী বলেছেন, পহেলা বৈশাখ উপলক্ষে ১৩ এপ্রিল সারাদেশে বিজলী মুক্তি দেয়া হবে।
‘বিজলী’ নির্মিত হয়েছে ববস্টার ফিল্মস থেকে, যার প্রযোজক নায়িকা ববি নিজেই। ২০১৬ সালের মধ্যভাগে এই ছবির শুটিং শুরু হয়। লোকেশনের তালিকায় আছে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও আইসল্যান্ড। সুপারহিরো সিনেমার ধরণ অনুযায়ী এতে থাকছে চোখ ধাঁধানো ভিজ্যুয়াল ইফেক্টস।
বাংলাদেশে এই প্রথম সুপারহিরো গল্পে নির্মিত হয়েছে ‘বিজলী’। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি বিনা কর্তনে ছবিটি সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পায়।
Read More News
ববি ছাড়াও ‘বিজলী’র অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কলকাতার শতাব্দী রায়, রণভীর, বাংলাদেশের ইলিয়াস কাঞ্চন, জাহিদ হাসান, আহমেদ রুবেল, দিলারা জামান ও শিমুল খান।
Sildenafilgenerictab News Bangla News Paper