বলিউড তারকা আলিয়া ভাটকে মুসলিম লুকে দেখা গেল। আলিয়া ভাট কি মুসলিম? সম্প্রতি প্রকাশিত তার নতুন সিনেমার ফার্স্ট লুকে তাকে দেখা গেল ঐতিহ্যবাহী মুসলিম পোশাকেই।
Read More News
আলিয়া ভাটের ২৫ তম জন্মদিন বৃহস্পতিবার। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে করণ জোহর প্রকাশ করলেন তার নতুন সিনেমা ‘রাজি’র ফার্স্ট লুক। সিনেমাটিতে আলিয়া অভিনয় করছেন একজন কাশ্মিরী তরুণীর ভূমিকায়। ছাইরঙা বোরখা এবং সোনার নাকফুলে ফুটে উঠেছে সেখানকার মুসলিম নারীদের বেশভূষাই।
নির্মাতা মেঘনা গুলজারের সিনেমাটি হতে যাচ্ছে ১৯৭১ সালের প্রেক্ষাপটে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যখন পাকিস্তানিদের প্রতিহত করতে ভারতীয়রাও ঝাঁপিয়ে পড়ে- সেই সময়ের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি।
সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন ভিকি কৌশল। সিনেমাটি তৈরি হচ্ছে হরিন্দর সিক্কার ‘কলিং সেহমাত’ উপন্যাস অবলম্বনে। এর গল্প আবর্তীত হয় এক কাশ্মিরী তরুণীকে ঘিরে যার বিয়ে হয় যুদ্ধে যাওয়া এক ভারতীয় সেনা সদস্যের সঙ্গে।
Sildenafilgenerictab News Bangla News Paper