পরী মণির জন্য আজ জায়েদ পাগল

বর্তমানে পাগলের মতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন নায়ক জায়েদ। মাথার চুল ছোট করে কাটা, মাথার সামনের অংশে দুটি কাটা দাগ। পরী মণির জন্য আজ আমি পাগল।

ছবির নাম ‘ক্ষত’। এটি তাঁর নতুন ছবির চরিত্র, সেখানে জায়েদ খানকে দেখা যাবে পাগলের বেশে। নায়িকা পরী মণির প্রযোজনা সংস্থা ‘সোনার তরী’ থেকে তৈরি হচ্ছে এই ছবি। এতে জায়েদ খানের সঙ্গে অভিনয় করবেন পরী মণি নিজেই। ছবিটি পরিচালনা করবেন শামিম আহমেদ রনী। গত ৯ মার্চ এফডিসিতে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়।
Read More News

ছবিটি প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘মহরতের পনেরো দিন আগে থেকেই আমার এই পাগলের গেটআপ ধারণ করতে হয়েছে। মহরতের আগে আমি মাথায় একটা রুমাল ব্যবহার করতাম। এমন গরমে সব সময় মাথায় কাপড় নিয়ে ঘুরতে অনেক অস্বস্তি বোধ করেছি। তবে মহরতের পর থেকে এখন পাগলের গেটআপ নিয়েই ঘুরে বেড়াচ্ছি, কারণ খুব তাড়াতাড়ি ছবির শুটিং শুরু হবে, যে কারণে গেটআপ চেঞ্জ করতে পারছি না। আবার কাজের প্রয়োজনে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, বাসায় বসেও থাকতে পারছি না। সবাই জানতে চায়, এটা কেমন করে চুল কেটেছি? তখন আমি সবাইকে বলি, পরী মণির জন্য আমি পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *