প্রায় তিন দশক ধরে বলিউড কাঁপিয়েছেন অমিতাভ এবং জয়া। আজও বলিউড টাউনে তাদের দাপট কিছু কম নয়। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অর্থ-সম্পত্তি নিয়েও ভক্তদের মধ্যে প্রবল আগ্রহ। সম্প্রতি সেই সম্পত্তির অঙ্কই ফাঁস করলেন জয়া বচ্চন।
শুক্রবার সমাজবাদী পার্টির হয়ে রাজ্যসভার মনোনয়ন জমা দেন জয়া। সেখানে তার স্থাবর-অস্থাবর সম্পত্তি নিয়ে প্রশ্ন ওঠায় তিনি জানান, তার পরিবারের সম্পত্তির মোট পরিমাণ ১০০০ কোটি টাকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অমিতাভ জানিয়েছিলেন, আমার মৃত্যুর পর, আমার সমস্ত সম্পত্তি আমার দুই ছেলে-মেয়ের মধ্যে সমান ভাবে ভাগ হবে।
২০১২ সালে অমিতাভ এবং জয়ার বিষয় সম্পত্তি ৫০০ কোটি টাকা ছিল। মাত্র ছয় বছরের মধ্যে বচ্চন দম্পতির সম্পত্তি দ্বিগুণ হয়েছে।
Read More News
জয়ার কাছে প্রায় ২৬ কোটি টাকার গয়না আছে। ৩৬ কোটি টাকার গয়নার অধিকারী অমিতাভও। এছাড়া তাদের কাছে যতগুলি গাড়ি রয়েছে তার মিলিত দাম প্রায় ১৩ কোটি টাকা।
‘প্রতীক্ষা’, ‘জনক’, ‘জলসা’ ছাড়াও একাধিক বাংলোও রয়েছে তাদের মুম্বাইয়ে। এছাড়া নয়ডা, পুনে, আমেদাবাদ, গান্ধীনগরেও তাদের একাধিক সম্পত্তি রয়েছে। ৯ লক্ষ টাকার থেকেও বেশি দামি একটি কলম ব্যবহার করেন বিগ বি।
Sildenafilgenerictab News Bangla News Paper