টাইগার শ্রফের আসন্ন ছবি ‘বাঘি-২’। ছবিতে একজন কমান্ডো অফিসারের চরিত্রে দেখা যাবে টাইগারকে। যেখানে বিভিন্ন মারকুটে দৃশ্যে দেখা যাবে টাইগারকে। তায়কোয়ান্দোর ফিফথ ডিগ্রি ব্ল্যাক বেল্ট রয়েছে টাইগার শ্রফের। তাই সিক্স প্যাক লুকের পাশাপাশি তায়কোয়ান্দোর বিভিন্ন কলাকৌশলও দেখা যাবে স্টান্টে।
Read More News
২০১৬ সালে মুক্তি পাওয়া ‘বাঘি’ ছবির দ্বিতীয় খণ্ড হিসেবে নির্মিত হচ্ছে ‘বাঘি-২’। প্রথম খণ্ডের কেন্দ্রীয় চরিত্রে শ্রদ্ধা কাপুর অভিনয় করলেও দ্বিতীয় খণ্ডে টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করছেন দিশা পাটানি। ছবিটি পরিচালনা করছেন আহমেদ খান। ‘বাঘি-২’ যৌথভাবে প্রযোজনা করছে ফক্স স্টার স্টুডিওস এবং সাজিদ নাদিয়াদওয়ালা। চলতি বছরের ৩০ মার্চ মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।
Sildenafilgenerictab News Bangla News Paper