আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার চতুর্থ নির্বাচনী জনসভা আজ।
এ উপলক্ষ্যে বিভাগীয় শহর খুলনায় শনিবার বেলা ১১টার দিকে তিনি পা রাখেন। প্রথমে প্রধানমন্ত্রী খালিশপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ৫৮তম কনভেনশন এর উদ্বোধনী অনুষ্ঠানসহ অন্যান্য কর্মসূচিতে যোগদান করবেন।
২টা ৪০মিনিটে তিনি খুলনা সার্কিট হাউজ মাঠে উপস্থিত হবেন। এখানে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
Read More News
এর আগে প্রধানমন্ত্রী ৯৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন। আজকের সমাবেশ হবে নারী সমাবেশ। নারীদের উপস্থিতি সবচেয়ে বেশি করা হবে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভাগীয় শহর সিলেট থেকে অনানুষ্ঠানিক নির্বাচনী জনসভা শুরু করেন। এরপর বরিশাল এবং রাজশাহীতে জনসভা করেন তিনি। প্রতিটি জনসভায় তিনি নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন। জনসভায় উপস্থিত জনতা ভোট দেবেন কিনা সে ব্যাপারেও হাত তুলে ওয়াদা করিয়েছেন।