পেরুর উত্তরাঞ্চলী ট্রুজিলো নগরীতে একটি কিশোর আটক কেন্দ্রে বুধবার অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু ও আরো ৩০ জন আহত হয়েছে।
বিদ্রোহ চলাকালে কারাগারে আগুন ছড়িয়ে পড়লে এ ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তা হেলবার ওর্দোনেজ বলেন, সেখানে আগুনের ঘটনায় ‘এখন পর্যন্ত আমরা পাঁচ জনের মৃত্যুর খবর পেয়েছি। এদের সকলেই শিশু। আমরা বর্তমানে ঘটনাস্থলেই রয়েছি। সেখানে বিদ্রোহের ঘটনা ঘটে।
Read More News
তিনি জানান, কিছু বন্দি এ কারাগারের একটি অংশে আগুন ধরিয়ে দিলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। জরুরি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় সংবাদমাধ্যম জানায়, এতে অপর ৩০ বন্দি দগ্ধ হয়। তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে এ কিশোর আটক কেন্দ্রে কতজন বন্দি ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।