বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো নৈপুণ্যই দেখিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। বুধবার মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১২ রানে হারায় জিম্বাবুয়ে।
ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে ৫৬টি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। এর মধ্যে তারা ৪৩টিতে জিতেছে, ১১টিতে হেরেছে। বাকি দুইটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
Read More News
শ্রীলঙ্কা একাদশ: দানুশকা গুনাথিলাকা, উপুল থারাঙ্গা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), আসেলা গুনারত্নে, থিসারা পেরেরা, ওয়ানিদু হাসারাঙ্গা, শিহান মাদুশানকা, সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদ্বীপ।
জিম্বাবুয়ে একাদশ: হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মায়ার, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), ম্যালকম ওয়ালার, সিকান্দার রাজা, পিটার মুর, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), কাইল জারভিস, ক্রিস এমপোফু, টেন্ডাই সাতারা।
Sildenafilgenerictab News Bangla News Paper