আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন স্থগিত হওয়ার সঙ্গে সরকারের কোনো যোগসাজশ নেই।
আজ বুধবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, আওয়ামী লীগ নোংরা রাজনীতি করে না।
এর আগে দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর হঠাৎ করেই হাইকোর্টে রিট দায়ের, একদিন পরেই রিটের নিষ্পত্তি করে তিন মাসের জন্য নির্বাচন স্থগিত ঘোষণা এসবের পেছনে সরকার ও নির্বাচন কমিশনের পূর্বপরিকল্পনা রয়েছে।
Read More News
আজ আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে ডিএনসিসি নির্বাচনে দলের ৩৬টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের নাম ঘোষণার কথা ছিল। তবে হাইকোর্টের আদেশের পর এই কার্যক্রম স্থগিত করা হয়।
সকালে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে এ উপনির্বাচনের তফসিল কেন বেআইনি ঘোষণা করা হবে না, এই মর্মে রুলও জারি করা হয়।