ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তামিম ইকবালের ৮৪ ও মুশফিকুর রহিমের ১৪ রানে ভর করে এই জয় পান টাইগাররা।
জিম্বাবুয়ের দেয়া ১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামেন তামিম ও এনামুল হক। তাদের ৩০ রানের উদ্বোধনী জুটি করার পর ব্যক্তিগত ১৯ রান করে ফিরে যান বিজয়। আর বিজয়ের ফিরে যাওয়ার পর ক্রিজে আসেন সাকিব আল হাসান।
আর সাকিব ও তামিমের ৭৮ রানের জুটিতে মূলত জয়ের ভিত্তি পান বাংলাদেশ। সাকিব ব্যক্তিগত ৩৭ রানের ফিরে যাওয়ার পর বাকি কাজটা শেষ করেন তামিম ও মুশফিক। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সিকান্দার রাজার ৫২, পিজে মুরের ৩৩, ব্রেন্ডন টেলরের ২৪ রানের ইনিংসগুলোতে ভর করে স্কোরবোর্ডে ১৭০ রান জমা করতে পেরেছে জিম্বাবুয়ে।
Read More News
বাংলাদেশের পক্ষে দারুণ বোলিং করে তিন উইকেট নিয়েছেন সাকিব। দু’টি করে উইকেট পেয়েছেন রুবলে, মুস্তাফিজুর রহমান ও সানজামুল ইসলামের ঝুলিতে।