ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি। একই দিনে দুই সিটিতে যুক্ত হওয়া ৩৬টি নতুন ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটগ্রহণ হবে। বৃহস্পতিবার উপ-নির্বাচনের এই তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন জানায়: ৬ জানুয়ারির মধ্যে রাজধানী জুড়ে সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারণা সরিয়ে ফেলতে হবে। নতুন করে ব্যানার পোস্টার লাগালে সম্ভাব্য প্রার্থীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Read More News
বহস্পতিবার বিকেল ৩টায় ঢাকা উত্তরের মেয়র পদে উপ-নির্বাচন সহ রাজধানীর উত্তর এবং দক্ষিণ সিটিতে যুক্ত হওয়া নতুন ৩৬টি ওয়াার্ডের নির্বাচনের নানা এজন্ডা নিয়ে ২ ঘণ্টার বৈঠক করেন সিইসি। এসময় নির্বাচন কমিশন সচিব পূর্ণাঙ্গ তফসিল না দিয়ে ২৬ ফেব্রুয়ারি শুধু ভোটগ্রহণের তারিখ জানান। ৯ জানুয়ারি পুরো তফসিল ঘোষণা করবে ইসি।
এছাড়া ১৪ মার্চ ব্রাহ্মণবাড়িয়া-১ আসন এবং গাইবান্ধা ১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।