নানা কারণে বলিউড তারকাদের বডি শেমিং ও ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে। কখনও ছবি পোস্ট করে ট্রোলড বা কখনও কোনও মন্তব্য করে। সোনম কাপুর, দীপিকা পাড়ুকোন, ফাতিমা সানা শেখ, এষা গুপ্ত, রণবীর সিং, অর্জুন কাপুরদের সঙ্গে একই খাতায় নাম উঠল অভিনেত্রী-সঞ্চালিকা মন্দিরা বেদীর।
জনপ্রিয় ধারাবাহিক ‘শান্তি’ খ্যাত মন্দিরা, কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় তার কয়েকটি ছবি শেয়ার করেছিলেন। ছবিগুলি নেটিজেনদের নজর কেড়েছে। ছবিতে সাদা টপ পরে রয়েছেন অভিনেত্রী। ভিতরে রয়েছে কালো স্প্যাগোটি।
এই ছবি নেটিজেনদের যতটা না ভাল লেগেছে, তার থেকে অনেক বেশি ট্রোলড করা হয়েছে এই অভিনেত্রীকে। কয়েকজন তার সময়কে হার মানানো সৌন্দর্যের প্রশংসা করলেও, তাকে কটূক্তি করে সমালোচনা করার সংখ্যাটা অনেক বেশি।
Read More News
ইনস্টাগ্রাম ও টুইটারে তার ছবিতে নানা ধরনের কমেন্ট করেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘কেন দেখাচ্ছেন? আপনার কি স্পেশ্যাল কিছু রয়েছে?’। আবার কারও মন্তব্য, ‘বাস্তবটা হল, স্পটলাইটে আসার জন্য নিজেদের শরীর দেখান এরা। এর থেকে নিম্নমানের কিছু হয় না।’ যদিও মন্দিরা যদিও এখনও সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হওয়া নিয়ে কোনও মন্তব্য করেননি।
Sildenafilgenerictab News Bangla News Paper