ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দাভাও নগরীতে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে দাভাও শহরের একটি শপিংমলের তৃতীয় তলায় আগুন লাগে। আগুন গোটা ফ্লোরে ছড়িয়ে পড়ে। এ সময় ওই ফ্লোরে একটি কলসেন্টারের কর্মীরা আটকা পড়েন। আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে কয়েক ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করেন।
Read More News
স্থানীয় এক কর্মকর্তা জানান, আটকা পড়া ওই সব মানুষের বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। অনেকের খোঁজও পাওয়া যাচ্ছিল না।
এদিকে ভয়াবহ এ দুর্ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে নিহত ও নিখোঁজদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন। তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন।