রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জানান, ৩৩টি ওয়ার্ডের ১৯৩টি ভোট কেন্দ্রে এক হাজার ১২২টি বুথে ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোটগ্রহণ হতে পারে বলে আমাদের ধারণা। এবারের নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
Read More News
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম কেন্দ্রসহ ২৪ টি কেন্দ্রে ভোট গণনা শেষ হয়েছে। জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান সর্বোচ্চ ১৮,৯৮১ ভোট পেয়ে এখনও পর্যন্ত এগিয়ে আছেন। এদিকে নৌকা প্রতীক নিয়ে সরফুদ্দীন আহমেদ ঝন্টু পেয়েছেন ৬,৮৭৭ ভোট এবং ধানে শীষ প্রতীক নিয়ে কাওছার জামান বাবলা পেয়েছেন ৩,০৮০ ভোট। এখনও পর্যন্ত ভোটকেন্দ্রগুলোতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা যায়।