ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার দুই ভুবনের দুই তারা বিয়ের পরবর্তী জীবনেও দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন। হানিমুন শেষে দেশের ফিরেছেন এই নবদম্পতি। ভারতে ফিরেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন এই জুটি।
এসময় নরেন্দ্র মোদি নবদম্পতিকে শুভেচ্ছা জানান এবং একটি ছবি তিনি নিজের টুইটারে শেয়ার করে লিখেন, ‘বিবাহিত জীবনের জন্য তোমাদের অভিনন্দন বিরাট কোহলি ও আনুশকা শর্মা’।
আগামী ২৬ ডিসেম্বর বলিউড ও ক্রিকেট অঙ্গনের তারকাদের নিয়ে মুম্বাইয়ে জমকালো বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান বিরাট-আনুশকা।
Read More News
আজ ২১ ডিসেম্বর ভারতের নয়াদিল্লিতে বিরাট-আনুশকার পরিবারের লোকজনকে নিয়ে একটি ঘরোয়া অনুষ্ঠান আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে পরিবারের লোকজনই কেবল উপস্থিত থাকবেন।
গত ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি প্রদেশের ফ্লোরেন্সে এক ঐতিহ্যবাহী রিসোর্টে বিরাট কোহলির সঙ্গে আনুশকা শর্মার বিয়ে হয়। বিয়ের পর নবদম্পতি ফিনল্যান্ডে মধুচন্দ্রিমা উদযাপন করে দেশে ফিরেছেন। এখন বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত রয়েছেন।
এছাড়া নবদম্পতি শিগগিরই দক্ষিণ আফ্রিকায় উড়াল দেবেন। সেখানে বিরাট তার আসন্ন ক্রিকেট সিরিজের প্রস্তুতি নেবেন। দক্ষিণ আফ্রিকাতেই এবার নববর্ষ উদ্যাপন করতে পারেন দুজনে।