আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার গেজেটের খসড়া সরকারি ছাপাখানায় (বিজি প্রেস) পাঠানো হয়েছে। এখন ছাপানোর কাজ চলছে।
আজ সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, রাষ্ট্রপতির অনুমোদনের পর এ খসড়া সরকারি ছাপাখানায় পাঠানো হয়েছে।
আনিসুল হক বলেন, ‘সুপ্রিম কোর্ট আমাদের যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা মেনেই এই গেজেট প্রকাশ করা হচ্ছে।’ বিধিমালায় কী আছে তা তিনি জানাননি।
আগেও গেজেট প্রকাশে গত দুই বছরে বেশ কয়েক দফা সময় নেয় সরকার। নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে গত বছরের ১২ ডিসেম্বর তলবও করেন আপিল বিভাগ।
Read More News
গত বছরের ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। অধঃস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার সূত্র ধরেই মূলত সদ্য অবসরে যাওয়া প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সরকারের দূরত্ব সৃষ্টি হয়।
১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।