কম্বোডিয়ার রাজা নরোদম সিহামনির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে কম্বোডিয়ার রাজা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সোমবার দেশটির রয়েল প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে বৈঠককালে রাজা নরোদম সিহামনি এই সন্তোষ প্রকাশ করেন।
Read More News
প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহ্সানুল করিম সাংবাদিকদের জানান, কম্বোডিয়ার রাজা বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাপারে সন্তোষ প্রকাশ করে বলেন, আমি আশাকরি আগামীতে এশিয়ার এই দু’টি দেশের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে।
এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এসডিজি বাস্তবায়ন কার্যক্রমের মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীম উপস্থিত ছিলেন।
Sildenafilgenerictab News Bangla News Paper