রংপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে অসুস্থবোধ করায় তাকে সেখানে ভর্তি করা হয়।
বুধবার মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এইচ এম এরশাদ এসিডিটির সমস্যায় ভুগছেন। বর্তমানে তিনি সেখানেই ভর্তি রয়েছেন।
Read More News
রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারে গত রোববার রংপুর সফরে যান এরশাদ। সোমবার সেখানে মেয়র প্রার্থীর পক্ষে দিনভর প্রচার চালান তিনি। তবে গতকাল রাত ৮টার দিকে জনসভায় থাকাকালে অসুস্থবোধ করেন তিনি। পরে রাত ৯ টার দিকে রংপুর সিএমএইচে গেলে ডাক্তারদের পরামর্শে ভর্তি হন তিনি।