দীর্ঘ সময় ধরেই বলিউডের নতুন ছবিতে দেখা মিলছে না আমিশা প্যাটেলের।
তবে সম্প্রতি নতুন ছবির কাজে আবারও ব্যস্ত হয়েছেন তিনি। ছবির নাম ‘দেশি ম্যাজিক’। এটি পরিচালনা করছেন মিহুল এম আথা। আর ছবিটি প্রযোজনা করছেন খোদ আমিশা।
এ ছবিতে ব্যাপক খোলামেলা হয়ে পর্দায় আসছেন এ অভিনেত্রী। রোমান্টিক-কমেডি নির্ভর এ ছবির একটি গানের দৃশ্যের কাজ সম্প্রতি শেষ করেছেন আমিশা। এই গানে পুরোপুরি নগ্ন হয়ে ক্যামেরার সামনে এসেছেন তিনি।
Read More News
বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। এই প্রথমবার তিনি পর্দায় এভাবে নগ্নভাবে ক্যামেরাবন্দি হলেন। গানটির দৃশ্য গোপনভাবে ধারণ করা হয়েছে মুম্বইয়ের একটি ফাইভ স্টার হোটেলের বাথটাবে।
স্নানের দৃশ্য করতে গিয়েই আমিশা এমন নগ্ন হয়েছেন। ছবিটি নিয়ে এ অভিনেত্রী বলেন, এর আগে অনেক রুপেই আমাকে দেখেছেন দর্শক। এবার নয়া রুপে দেখবেন।
Sildenafilgenerictab News Bangla News Paper