সম্প্রতি বলিউড অভিনেত্রী এষা গুপ্তার ছবি সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়িয়েছে। একের পর এক দুঃসাহসিক ছবি পোস্ট করে বিতর্কে জড়াচ্ছেন এষা গুপ্তা।
সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে উঠেছে এষার নতুন ছবি। সম্প্রতি একটি বিকিনি ফটোশুটের নিজের বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন এষা। এবার সেই ফটোশুট থেকেই সাদা অন্তর্বাস পরিহিত কিছু ছবি পোস্ট করে হইচই ফেলেছেন এই অভিনেত্রী। তবে এবার বুক খোলা শার্ট গায়ে খোলামেলা ছবি পোস্ট করে খবরের শিরোনামে এলেন এষা। অনেকদিন ধরেই তার সিনেমা সাফলতা পাচ্ছে না। গতবছর ‘রুস্তম’ ছবিতে দেখা গেলেও লাইমলাইট কেড়ে নিয়েছিলেন অক্ষয় কুমার ও ইলিয়ানা ডিক্রুজ। সামনেই আসছে তার নতুন ছবি ‘বাদশাহো’।
Read More News
জানা যায়, ছবির প্রচারণা বাড়াতে একের পর এক নগ্ন ছবি পোস্ট করছেন তিনি। কিছুদিন আগেই কালো অন্তর্বাস পরে ক্যামেরার সামনে এসেছিলেন নায়িকা। তবে পহেলা সেপ্টেম্বর মুক্তি পেতে যাওয়া ছবির প্রচার বাড়াতেই পোশাক খুলে সামনে আসছেন এষা।
Sildenafilgenerictab News Bangla News Paper