কান্নাজড়িত কণ্ঠে একসময়ের জনপ্রিয় নায়িকা ববিতা বলেন, আমি বিশ্বাস করতে পারছি না রাজ্জাক ভাই আর নেই। আমার খুব কষ্ট হচ্ছে।
তিনি জানান, কিছুদিন আগে নায়করাজ রাজ্জাককে তাঁর গুলশানের নতুন বাসায় আসার জন্য নিমন্ত্রণ করেছিলেন। নায়করাজ রাজ্জাকের সঙ্গে ববিতা অসংখ্য ছবিতে অভিনয় করেছেন।
এ বিষয়ে ববিতা বলেন, কিছুদিন আগে রাজ্জাক ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছিল। আমি তাঁকে ও ভাবিকে আমার নতুন বাসায় আসার জন্য নিমন্ত্রণ জানিয়েছিলাম। আমি তাঁকে বলেছিলাম, ‘রাজ্জাক ভাই আমি আপনাকে নিজে রেঁধে খাওয়াব।’ তিনি আমাকে বলেছিলেন, আমরা থাইল্যান্ডে ঘুরতে যাচ্ছি। ঘুরে এসে তোমার বাসায় যাব।
Read More News
স্মৃতিচারণ করে ববিতা আরো বলেন, আমি ও রাজ্জাক ভাই জহির ভাইয়ের হাত ধরে চলচ্চিত্রে জগতে এসেছি। এরপর আমরা একসাথে অনেক ছবিতে কাজ করেছি। তাঁর মৃত্যু সংবাদ আমি মানতে পারছি না। এই মুহূর্তে আমি আর কিছু বলতে পারব না।
রাজ্জাক ও ববিতা অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো ‘অগ্নিশিখা’, ‘কি যে করি’, ‘অনন্ত প্রেম’, ‘সবাই তো ভালোবাসা চায়’ ইত্যাদি।
Sildenafilgenerictab News Bangla News Paper