তিন বাহিনীর (সেনা, নৌ ও বিমান) প্রধানরা চার বছরের জন্য নিয়োগ পাবেন, এমন বিধান রেখে আইনের খসড়ায় অনুমোদন করেছে মন্ত্রিসভা।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে ‘প্রতিরক্ষা-বাহিনী প্রধান (নিয়োগ, অবসর এবং বেতন-ভাতাদি) আইন, ২০১৭’-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। এর আগে ২০১৬ সালের ১২ ডিসেম্বর মন্ত্রিসভা এই আইনের খসড়াটি নীতিগত অনুমোদন দেয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিব জানান, বিদ্যমান বিধান অনুযায়ী রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধানদের একটি নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগ দিয়ে থাকেন। প্রস্তাবিত আইনের খসড়ায় তিন বাহিনীর প্রধানদের নিয়োগের দিন থেকে পরবর্তী চার বছরের জন্য নিয়োগের কথা বলা হয়েছে। এ সময়ের মধ্যে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি যে কোনো সময় অবসর নিতে পারবেন অথবা রাষ্ট্রপতি যে কোনো সময় তাঁকে বরখাস্ত করতে পারবেন। তবে চার বছর মেয়াদের পর ওই পদে তিনি আর কোনোভাবেই থাকতে পারবেন না বা রাখা যাবে না।
Read More News
তবে বেসামরিক যে কোনো খাতে অবসরপ্রাপ্ত সেনাপ্রধানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারবে সরকার। সংসদে পাস হওয়ার পর রাষ্ট্রপতির প্রজ্ঞাপন জারির মাধ্যমে আইনটি কার্যকর হবে।