ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, কবি ও লেখক ফরহাদ মজহারের জবানবন্দির সঙ্গে প্রাপ্ত তথ্য-প্রমাণের মিল নেই।
আজ বুধবার ডিএমপি সদর দপ্তরে শিক্ষাবৃত্তি কার্যক্রম সম্পর্কিত আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আছাদুজ্জামান মিয়া এ কথা বলেন।
Read More News
ডিএমপি কমিশনার বলেন, ফরহাদ মজহার বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় যে জবানবন্দি দিয়েছেন, তা তদন্ত করতে গিয়ে আমরা যে ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ, কললিস্ট এবং বস্তুগত সাক্ষ্যপ্রমাণ পেয়েছি, তার সঙ্গে উনার বক্তব্যের মিল নেই।
তিনি বলেন, আইজিপি স্যার দু-একদিনের মধ্যে এ বিষয়ে সুস্পষ্ট তথ্য সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে জানাবেন।