বিমানবন্দরে বাধা পাওয়ায় হাইকোর্টে ইলিয়াস পত্নীর রিট

যুক্তরাজ্যে যেতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাধা পাওয়ার অভিযোগ এনে হাইকোর্টে রিট দায়ের করেছেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।

বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের শুনানি হতে পারে বলে সোমবার জানিয়েছেন লুনার আইনজীবী সগির হোসেন লিয়ন।

তিনি বলেন, ‘তাহসিনা রুশদীর লুনাকে রবিবার সকালে লন্ডন যাত্রাকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ। এর বিরুদ্ধে রিট আবেদন করা হয়েছে।
Read More News

এর আগে, একই অভিযোগ করেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান। তিনি বলেন, লুনার বড় ছেলে লন্ডনের কিংসটন ইউনিভার্সিটি থেকে সম্প্রতি স্নাতক সম্পন্ন করেছেন। ছেলের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য লন্ডন যাচ্ছিলেন তিনি। কিন্তু বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *