চাঁপাইনবাবগঞ্জে এসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ভারতে গরু আনতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফতেপুর সীমান্ত থেকে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে চাঁদনিচক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বেনজির আহমেদ (২২) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুলভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামের বুধু মিয়ার ছেলে। চাঁপাইনবাবগঞ্জ বিজিবি কর্মকর্তারা জানান, বুধবার রাতে ভারতে গরু আনতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফতেপুর সীমান্ত থেকে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে চাঁদনিচক এলাকায় বিএসএফের গুলিতে বেনজির আহত হন। রাত ১টার পর এ ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গীরা তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। বিজিবি জানায়, এ বিষয়ে বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে। সেই সঙ্গে পতাকা বৈঠকেরও আহ্বান জানানো হয়েছে।
Read More News