ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের দক্ষিণ উপকূলের অদূরে আজ একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩।
Read More News
জানা যায়, স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ওয়েস্ট জাভা প্রদেশের সুকাবুমি নগরী থেকে ১৭৯ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, ১০ কিলোমিটার গভীরে। এ ব্যাপারে ইন্দোনেশিয়ার ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সি (বিএনপিবি) টুইটারে জানায়, ভূমিকম্পটি জাকার্তায়ও অনুভূত হয়েছে। কেন্দ্রস্থল সেখান থেকে ২০০ কিলোমিটার উত্তরে অবস্থিত। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।