গুড নিউজ বলিউড আঙ্গিনায়, হেমা মালিনীর বড় মেয়ে ধুমগার্ল খ্যাত নায়িকা এষা দেওল আগামী শীতেই প্রথম সন্তানের জন্ম দেবেন।
স্কুলে পড়ার সময় থেকেই বন্ধুত্ব ছিল এষা দেওল ও তার স্বামী ভারত তখতানির। পরে ‘টেল মি ও খুদা’র শুটিংয়ে ফের দেখা হয় দুজনার। তখন থেকেই প্রেমের শুরু। ২৯ জুন, ২০১২ বিয়ে করেন তাঁরা।
Read More News
এষার মা হওয়ার খবরে খুব খুশি হেমা মালিনী ও ধর্মেন্দ্র। তবে দাদু-দিদা হওয়া ধর্মেন্দ্র হেমার কাছে নতুন নয়। ২০১৫ এর জুন মাসে তাদের ছোট মেয়ে অহনা এক পুত্রসন্তানের জন্ম দেন।