চলতি বছরে মা হবেন ‘এষা দেওল’

গুড নিউজ বলিউড আঙ্গিনায়, হেমা মালিনীর বড় মেয়ে ধুমগার্ল খ্যাত নায়িকা এষা দেওল আগামী শীতেই প্রথম সন্তানের জন্ম দেবেন।

স্কুলে পড়ার সময় থেকেই বন্ধুত্ব ছিল এষা দেওল ও তার স্বামী ভারত তখতানির। পরে ‘টেল মি ও খুদা’র শুটিংয়ে ফের দেখা হয় দুজনার। তখন থেকেই প্রেমের শুরু। ২৯ জুন, ২০১২ বিয়ে করেন তাঁরা।
Read More News

এষার মা হওয়ার খবরে খুব খুশি হেমা মালিনী ও ধর্মেন্দ্র। তবে দাদু-দিদা হওয়া ধর্মেন্দ্র হেমার কাছে নতুন নয়। ২০১৫ এর জুন মাসে তাদের ছোট মেয়ে অহনা এক পুত্রসন্তানের জন্ম দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *