যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের পরমাণু হামলার জবাব দিতে উত্তর কোরিয়া সক্ষম।
স্থানীয় সময় শনিবার চোই রেয়ং-হে নামের উত্তর কোরিয়ার এক উচ্চপদস্থ কর্মকর্তা এ মন্তব্য করেন।
হে বলেন, উত্তর কোরিয়া যেকোনো ধরনের পরমাণু হামলার জবাব নিজস্ব পদ্ধতিতে পরমাণু হামলার মাধ্যমেই দেবে।
এদিকে গত শুক্রবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হ্যান সং রেয়ল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরো বিদ্বেষপূর্ণ ও আক্রমণাত্বক বলে উল্লেখ করেছেন। তিনি জানান, এর আগে বারাক ওবামার প্রশাসন অনেক শিথিল ছিল।
হ্যান আরো জানান, উত্তর কোরিয়া মান ও সংখ্যার দিক দিয়ে পরমাণু বোমাকে উন্নত করবে। ট্রাম্প যুদ্ধ চাইলে তারাও প্রস্তুত আছে বলে জানান হ্যান।
Read More News
বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া সম্পর্ক ক্রমশ উত্তপ্ত হচ্ছে। এর জন্য কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকেই দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র।