সৌদিতে তিন পাকিস্তানির ‘শিরশ্ছেদ’

সৌদি আরবে মাদক বহনের দায়ে তিন পাকিস্তানি নাগরিককে শিরশ্ছেদ করা হয়েছে। গতকাল রোববার দেশটির বার্তা সংস্থা এসপিএর এক খবরে জানানো হয়, পেটে করে হেরোইন চোরাচালানের অপরাধে ওই তিন পাকিস্তানির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
Read More News

এ নিয়ে চলতি বছরে দেশটিতে মোট ২৬ জনকে শিরশ্ছেদ করা হলো। মোহাম্মদ আশরাফ শাফি মোহাম্মদ, মোহাম্মদ আরেফ মোহাম্মদ আনায়েত ও মোহাম্মদ আফদাল আজগর আলি নামের ওই তিন পাকিস্তানির দণ্ড গতকাল রোববার কার্যকর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *