সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চলাকালে ‘আতিয়া মহলের’ কাছাকাছি পাঠানপাড়া এলাকায় বিস্ফোরণে একজন মারা গেছে। আহত হয়েছে অন্তত ২০ জন।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ‘জঙ্গি আস্তানা’ আতিয়ার মহলের কাছে মূল সড়কে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের কিছুক্ষণ আগে ওই এলাকায় অভিযানের বিষয়ে ব্রিফ করেন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান।
Read More News
তবে কারা কি উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে তার বিস্তারিত জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রুকনুদ্দিন জানিয়েছেন নিহত ব্যক্তির লাশ হাসপাতালে নেয়া হয়েছে।