জেএমবির আধ্যাত্মিক নেতা আবুল কাশেম ওরফে বড় হুজুরকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনালের (সিটিটিসি) পরিদর্শক জাহাঙ্গীর আলম আসামি আবুল কাশেমকে দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান।
Read More News
গত ২ মার্চ রাত ১১টার দিকে রাজধানীর সেনপাড়া পর্বতা এলাকা থেকে আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে ৩ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করলে প্রথম দফায় ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার সাতদিনের রিমান্ড দেন। পরে আবারও ১২ মার্চ হাজির করা হলে দ্বিতীয় দফায় পাঁচদিনের রিমান্ড দেন আদালত। সেই দুই দফা রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করা হলো।
আবুল কাশেম দিনাজপুরের রানীর বন্দর এলাকায় একটি মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।